বিনোদনসাহিত্য ও বিনোদন

প্রতিদিনের চ্যালেঞ্জ আমি উপভোগ করি; জন্মদিনে বাঁধনের উপলদ্ধি

‘রেহানা মরিয়ম নূর’,খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার (২৮ অক্টোবর) ছিলো এই লাক্স তারকার জন্মদিন। ৩৮ এ পা দিলেন তিনি।

বিশেষ এ দিন উপলক্ষে অভিনেত্রী ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন নিজের উপলব্ধির কথা। জানিয়েছেন, তিনি জানেন জীবনে এবং নিজের কাছে কী চান।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে তিনি লেখেন, ‘‘আজ আমার জন্মদিন। আমার জন্ম ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায়। যদিও আমি ৩৯ বছর ধরে আছি, কিন্তু আমার জীবন শুরু হয়েছিল ২০১৭ সালে, যখন আমি সমাজ এবং আমার পরিবার দ্বারা সংজ্ঞায়িত ‘আদর্শ নারী’ হিসেবে আমার আত্মপরিচয় হারিয়েছিলাম!’’
বাঁধন বলেন, ‘২০১৭ এর পর ৫ বছর হয়ে গেছে এবং এখন আমি জানি জীবনে এবং আমার কাছে কী চাই, এটাই চূড়ান্ত শান্তি। আমি বিশ্বাস করি, এই নিষ্ঠুর পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিসটি হলো শান্তি, বিশেষ করে যখন আমাদের চারপাশের সমাজ ও ব্যবস্থা আমাদের তথাকথিত সংস্কৃতি দ্বারা কলুষিত ও দূষিত। অনুপযুক্ততা, লোভ, বিভ্রান্তি, হতাশা, কখনও কখনও নিষ্ঠুরতা আমরা গ্রহণ করি এবং অফার করি।’
: https://newsnowbangla.com/2022/10/29/প্রতিদিনের-চ্যালেঞ্জ-আমি/ ‎
তিনি বলেন, ‘প্রতিদিনের চ্যালেঞ্জ আমি উপভোগ করি। সবচেয়ে ভালো দিক হলো, এখন আমি নিজেকে, আমার জীবন এবং আমার জার্নি নিয়ে ভালো বোধ করি। আমি খুব ভালো করেই জানি যে, জীবন গোলাপের শয্যা নয়। আমাদের বেঁচে থাকতে হবে এবং আরও ভালোর জন্য নিজেদের তৈরি করতে হবে।’
লেখার শেষে বাঁধন তার মায়ের জন্য সবার কাছে। কারণ তার মায়ের ডেঙ্গু হয়েছে। তিনি বলেন, ‘আমরা তার স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে খুব উদ্বিগ্ন। তিনি আমাদের পাওয়ার হাউস।’

Related Articles

Leave a Reply

Back to top button