জাতীয়

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোম গেলেন কৃষিমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোম গেলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (১৫ অক্টোবর) সকালে তিনি রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ (হেলদি ডায়েট, হেলদি প্ল্যানেট) প্রতিপাদ্যে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, কৃষিমন্ত্রী সেখানে (রোমে) ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করবেন। কৃষিখাতের রূপান্তরে বিনিয়োগ বাড়াতে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা। সেজন্য, এফএও ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলন’র আয়োজন করেছে।

আগামী ২২ অক্টোবর কৃষিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button