দায়িত্ব নিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস
আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। খবর: বিবিসি
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন লিজ। সাক্ষাৎকারে রানি এলিজাবেথ সেখানেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে তাকে আহ্বান জানান।
এর আগে, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনও রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি রানির কাছে তার পদত্যাগের বিষয়ে জানান। রানি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের আবেদন মঞ্জুর করেন।
এদিকে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ শেষে লন্ডনে চলে যান। এরপর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই নিজের মন্ত্রীসভা গঠন করবেন তিনি।
লিজ ট্রাস যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তার পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস, তবে তিনি লিজ ট্রাস নামেই পরিচিত।
ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা আর জ্বালানি সংকটের মাঝে লাখ লাখ মানুষ ও ব্যবসার ভবিষ্যৎ যখন হুমকির মুখে তখন ব্রিটেনের রানি এলিজাবেথ লিজ ট্রাসকে দেশ পরিচালনার দায়িত্ব দিলেন।
দেশটির নতুন এই প্রধানমন্ত্রী ব্রিটেনে যুদ্ধ-পরবর্তী যেকোনো নেতার তুলনায় সবচেয়ে কঠিন কিছু সমস্যার মুখোমুখি হবেন। কারণ দেশটিতে ইতোমধ্যে মুদ্রাস্ফীতির হার দুই সংখ্যার ঘরে পৌঁছেছে, বেড়েছে জ্বালানির দাম। পাশাপাশি চলমান অর্থনৈতিক সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক অব ইংল্যান্ড চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্য দীর্ঘায়িত এক মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে। যদিও নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস শুল্ক হ্রাসের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা ও জ্বালানির মূল্যবৃদ্ধির লাগাম টানতে প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড আর্থিক বাজারে ছাড়ার পরিকল্পনা করেছেন।