বিনোদনসাহিত্য ও বিনোদন

দুর্ঘটনায় আহত তনুশ্রী দত্ত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড সিনেমার নায়িকা তনুশ্রী দত্ত।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম নিজেই জানিয়েছেন এ তথ্য।

ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তনুশ্রী। ছবিগুলোতে দেখা গেছে, হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গণে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তার পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে।

ছবির ক্যাপশনে তনুশ্রী লিখেছেন, ঘটনাবহুল দিন ছিলো আজ! শেষমেশ মহাকাল দর্শন করতে পেরেছি। পথে গাড়ির ব্রেক ফেল করে। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল!

প্রসঙ্গত, ২০০৫ সালে তার অভিনীত আশিক বানায়া আপনে সিনেমা মুক্তি পায়। ছবিতে ইমরান হাশমির নায়িকা ছিলেন তিনি। তবে এখন খুব বেশি একটা সিনেমায় দেখা যায়নি তনুশ্রী দত্তকে।

Related Articles

Leave a Reply

Back to top button