খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

ইনস্টাগ্রাম ভিডিওতে পোলার্ড বলেন, ‘অনেক ভেবেচিন্তে আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আর দশজন বালকের মতো সেই ১০ বছর বয়স থেকেই আমার স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার। ১৫ বছর ওয়ানডে টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

এসময় তিনি দেশের হয়ে না খেলার কারণ হিসেবে দেখিয়েছেন সময়ের স্বল্পতাকে। জীবনের এই সময়ে এসে তিনি এখন পরিবারকে বেশি সময় দিতে চাইছেন। সে কারণেই তিনি এ অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

ক্যারিবিয়ান ডানহাতি ব্যাটার পোলার্ড জাতীয় দলের হয়ে ১২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলেছেন ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ। ৩৫ বছরের অলরাউন্ডার সাদা বলের ক্রিকেটেও দারুণ সফল। বিশেষ করে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় তাকে।

এছাড়া সব মিলিয়ে ৫৮৭টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৫ বছরের ক্যারিয়ারে। ১১৫০৯ রান করেছেন। সর্বোচ্চ ১০৪। একটা সেঞ্চুরি সহ ৫৬টা হাফসেঞ্চুরি করেছেন। নিয়েছেন ৩০৫ উইকেট।

গেইল, ব্র্যাভোদের পর পোলার্ডও অবসর নেওয়ায় একটা যুগের শেষ হয়ে গেল ক্যারিবিয়ান ক্রিকেটে।

দেশের হয়ে না খেললেও ক্রিকেটকে এত তাড়াতাড়ি বিদায় জানাচ্ছেন না পোলার্ড। আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দেখা মিলবে তার, এ বিষয়টাও তিনি সেই ভিডিওতে জানিয়েছেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button