আন্তর্জাতিক

সেলুনে দাড়ি কামানোয় নিষেধাজ্ঞা তালেবানের

হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কামানো বা ছেঁটে ফেলা নিষিদ্ধ করেছে তালেবান। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তাকে শাস্তি দেওয়া হবে। তারা বলেছে, এটা তাদের ইসলামি আইনের ব্যাখ্যার লঙ্ঘন। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দক্ষিণ হেলমান্দ প্রদেশের সেলুনগুলোয় সাঁটানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালেবান কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে চুল ও দাড়ির ব্যাপারে নরসুন্দরদের অবশ্যই শরিয়াহ আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ করার সুযোগ নেই। তালেবান যোদ্ধাদের একজন বলেছেন, তারা নিয়ম লঙ্ঘনকারীদের ধরার জন্য গোপন–পরিদর্শক পাঠাতে পারেন।

শহরটির অন্যতম বড় একটি সেলুন পরিচালনাকারী আরেক নরসুন্দর বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে ফোন পেয়েছেন। সেই কর্মকর্তা তাকে সেলুনে আমেরিকান স্টাইল অনুসরণ বন্ধের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ, গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। চলতি মাসের শুরুর দিকে তারা সরকার গঠনের ঘোষণা দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button