জামিন মেলেনি পরীমনির, উল্টো আরোও রিমান্ড আবেদন
ফের পিছালো ঢাকাই চিত্রনায়িকা পরীমনির জামিন। উল্টো আরোও ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। এদিন পরীমনিকে আদালতে হাজির করা হবে।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।
উল্লেখ, গেল ১৩ আগস্ট মাদক মামলায় পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিনই প্রিজনভ্যানে করে পরীমনিকে সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। অভিযানে পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকের পর র্যাব সদর দফতরে নিয়ে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর ওইদিনই তাকে আদালতে তোলা হয়। এরপর দুই দফায় নেয়া হয় রিমান্ডে। দ্বিতীয় দফার রিমান্ড শেষে ১৩ আগস্ট আবারও এ ঢালিউড অভিনেত্রীকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।