জাতীয়

দেশে আরও তিনটি নতুন উপজেলা

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে আরও তিনটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে।

স্বীকৃতি পাওয়া নতুন তিনটি উপজেলা হলো: কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর।
এ নিয়ে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি।

সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে নিকার ও মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তিনটি থানায় পুরোপুরি পূরণ করে না। কিন্তু তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এ জন্য নিকার অনুমোদন করেছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’

তিনি আরো জানান, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ নামকরণ করা হচ্ছে। মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সম্প্রসারণ ও একই সঙ্গে সংকোচন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button