লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন।
সোমবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহামদ কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীতা চুড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।
শেখ মোহামদ ফায়িজ উল্যাহ শিপন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে রায়পুর সরকারী কলেজ সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন। তিনি একজন সফল ব্যবসায়ী। রেটারিয়ান ক্লাবের সাথে জড়িত শেখ মোহা. ফায়িজ উল্যাহ শিপন দীর্ঘ দিন ধরে সমাজ সেবায় জড়িত।
লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদুল ইসলাম পাপুল অর্থ ও মানবপাচারের অপরাধে চার বছরের কারাদণ্ড পাওয়ায় গত ২৮ জানুয়ারি পাপুলের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।