আন্তর্জাতিক

মিয়ানমার জান্তার ১ বিলিয়ন ডলার আটকে দিলো যুক্তরাষ্ট্র

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরপরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করে মিয়ানমার সামরিক জান্তা। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তা আটকে দেয়। খবর বার্তা সংস্থা রয়টার্স

মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি পাঠানো ওই তহবিল হস্তান্তরের অনুরোধ প্রথমে নিয়ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়। এরপর মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

রয়টার্স জানিয়েছে, নিউয়য়র্ক ফেড বা যুক্তরাষ্ট্রে ট্রেজারি ডিপার্টমেন্ট মিয়ানমারের ওই অ্যাকাউন্টের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

মিয়ানমারের টাকা হস্তান্তরের চেষ্টা আটকে দেয়ার ওই ঘটনায় আগে জানাজানি না হলেও সম্প্রতি দেশটির সামরিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক নতুন একজন গভর্নর নিয়োগ দিয়ে গণতন্ত্রপন্থী কর্মকর্তাদের আটক করলে নিউইয়র্ক ফেডের ঘটনাটি প্রকাশ্যে আসে।

Related Articles

Leave a Reply

Back to top button