জাতীয়

৩৪তম স্প্যানে দৃশ্যমান পদ্মা সেতুর ৫১০০ মিটার

৩৪তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৫১০০ মিটার দৃশ্যমান হয়েছে। ৩৩তম স্প্যান বসানোর ছয় দিনের ব্যবধানে এটি বসানো হলো। রবিবার (২৫ অক্টোবর) সকালে ‘২এ’ নামের স্প্যানটি মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর খুঁটির ওপর সফলভাবে স্থাপন করা হয়। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল পদ্মা সেতুতে ৪২টি খুঁটির ওপর মোট ৪১টি স্প্যান বসানো হবে।

রবিবার সকাল থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়। পরে স্প্যানটি যথাস্থানে প্রেস করে ইঞ্চি ইঞ্চি মেপে খুঁটির ওপর বসিয়ে দেওয়া হয়। এর আগে ১৯ অক্টোবর ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর ৩৩ নম্বর স্প্যানটি গেল হয়। ১১ অক্টোবর ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর ৩২ তম স্প্যানটি স্থাপন করা হয়েছিল। চলতি মাসে এ পর্যন্ত তিনটি স্প্যান খুঁটির ওপর স্থাপন করা হল। আগামী ৩০ অক্টোবর মাওয়ায় পদ্মা তীরে ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ৩৫তম স্প্যান স্থাপন করার কথা রয়েছে। অপর ছয়টি স্প্যান এ বছরের ডিসেম্বরের মধ্যে খুঁটির ওপর উঠে যাবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button