রাজনীতি

পাইকগাছায় উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

অপরদিকে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ পরাজতি হয়েছেন। বেলা ৪ টা ৪৫ মিনিটের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আব্দুল মজিদ সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখানের ঘোষণা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৭৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু পেয়েছেন ৭৬ হাজার ৪৫ ভোট ও তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ পেয়েছেন ২ হাজার ৯৫২।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button