আন্তর্জাতিক

বোল্টনকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে স্মৃতিকথামূলক বইয়ের জন্য বড় ধরণের মূল্য দিতে হবে। বোল্টনের বই প্রকাশে নিষেধাজ্ঞা জারিতে বিচারকের অস্বীকৃতির পর শনিবার (২০ জুন) ট্রাম্প এমন মন্তব্য করেন।

এক টুইটারে ট্রাম্প বলেছেন, বোল্টন আইন ভঙ্গ করেছেন। এ জন্যে তাকে চড়া মূল্য দিতে হবে। তবে প্রশাসন বোল্টনের বিরুদ্ধে ঠিক কি ধরণের পদক্ষেপ নিচ্ছে, তা বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প আরো বলেন, তিনি জনগণের ওপর বোমা ফেলে তাদের হত্যা করতে পছন্দ করেন। এখন তার মাথায় বোমা ফেলা হবে।

জন বোল্টনের বই ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’ (যে ঘরে এসব ঘটেছে) বাজারে বেরোচ্ছে ২৩ জুন। এই বইয়ে বোল্টন ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে তুলে ধরেছেন, যার সব সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য একটাই- প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়লাভ।

এই বইয়ে বোল্টন অভিযোগ করেছেন, ‘পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চীনের সহায়তাও চেয়েছিলেন ট্রাম্প।’

Related Articles

Leave a Reply

Back to top button