অর্থ বাণিজ্য

আইডি কার্ড দেখিয়ে ঢাকায় ঢুকতে পারবেন পোশাকশ্রমিকরা

রাজধানীতে কেউ ঢুকতে পারবে না। তবে কারখানার পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শন করে ঢুকতে পারেবন পোশাকশিল্পের শ্রমিকরা। পরিচয়পত্র না দেখাতে পারলে ঢাকার প্রবেশপথেই তাদের আটকে দেওয়া হবে।

এমন নির্দেশনা জারি করেছেন শনিবার (২ মে) শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর-ডিআইএফই তা বাস্তবায়নে পুলিশের মহাপরিদর্শক, শিল্প পুলিশের মহাপরিচালকসহ অন্যান্য সরকারি দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‌‘কোনও শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে কারখানার আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথ, ঘাট ও স্থানসমূহে তাদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।’

ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, পোশাকশিল্প মালিকদের মাধ্যমে ঢাকার বাইরের অথবা দূরদূরান্ত থেকে পোশাকশ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ বলেন, করোনার ঝুঁকির মধ্যে পোশাকশ্রমিকদের ঢাকায় ফেরা ঠেকাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button