করোনাজাতীয়

করোনা পরিস্থিতির কারনে সাধারণ ক্ষমায় মুক্তি পাচ্ছে কিছু বন্দিরা

করোনা ভাইরাস এর পরিস্থিতিতে সরকার কিছু বন্দিকে সাধারণ ক্ষমা করে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় কক্সবাজার জেলা কারাগার থেকে ৩ ক্যাটাগরির মোট ৩২৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে।

এই সুপারিশের পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ৭ জন বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছে।

সরকারের নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা পেয়ে শনিবার (২ মে) বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন।

তিনি জানান, সারাদেশে ৩ হাজারের বেশি বন্দিকে সরকার নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রথম দফায় কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, মুক্তি পাওয়া সাত বন্দির সাজার মেয়াদ ছিল এক বছর। কিন্তু মেয়াদের ৬ মাস আগে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে করোনার কারণে কম সাজা পাওয়া চার কয়েদিকে টাঙ্গাইল কারাগার থেকে মুক্তি দিয়েছে সরকার।

টাঙ্গাইল কারাগারের জেলার আমানউল্লা জানান, দেশে করোনা ভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া কয়েদিদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলাতেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেওয়া হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল কারাগার থেকে ৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে দুপুরে তিনজন মুক্তি পেয়ে চলে গেছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সেই জরিমানার টাকা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হবে। মুক্তি পাওয়া কয়েদিদের মধ্যে কারো ছয় মাস থেকে এক বছরের জেল হয়েছিল। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি ছিল।

এদিকে শনিবার ঢাকা বিভাগের সব জেলাগুলোতে মোট ২৯ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button