আন্তর্জাতিক

অবশেষে জনসম্মুখে এসেছেন কিম জং উন

অবশেষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জনসম্মুখে এসেছেন। ঘটনা সত্য হলে ১১ এপ্রিলের পর সব ধরনের গুজব মিথ্যা প্রমাণ করে প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (১ মে) তিনি একটি সার কারখানা উদ্বোধন করতে গিয়েছিলেন। এ সংক্রান্ত ছবিও প্রকাশ করেছে তারা।

অবশেষে জনসম্মুখে কিম জং উন

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন আরো জোরালো হয়।

এ সময় জাপানি একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশন তার মৃত্যুর খবরও দেয়।

শনিবার (২ মে), কেসিএনএ নিউজ এজেন্সি দাবি করেছে, শুক্রবার একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর কোরিয়ার এই নেতা। সে সময় তাকে দেখে সমবেতরা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে কিম ফিতা কেটে ওই কারখানার উদ্বোধন করেন।

কেসিএনএ আরও জানিয়েছে, রাজধানী পিয়ং ইয়ং এর উত্তরাঞ্চলে স্থাপিত ওই সার কারখানা পরিদর্শনের সময় এর উৎপাদন প্রক্রিয়া নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button