আন্তর্জাতিক

পিটিআইয়ের বিক্ষোভ, পাঞ্জাবজুড়ে জরুরি অবস্থা জারি

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে। বড় শহরগুলোতে জুমার নামাজের পর আগের নির্ধারিত স্থানেই এ বিক্ষোভ করছেন তারা।
পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতাকর্মী ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে পিটিআই বিক্ষোভের জন্য অনড় থাকায় প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে পাঞ্জাব সরকার। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।
পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে পাঞ্জাব সরকার প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।
এদিকে পিটিআই লাহোরের সভাপতি শেখ ইমতিয়াজ মাহমুদ শুক্রবার দুপুর ২টা থেকে লিবার্টিতে বিক্ষোভের ঘোষণা দেন। অন্যদিকে পিটিআইকে একটি সন্ত্রাসী দল বলার জন্য পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নিন্দা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button