আন্তর্জাতিক

‘ব্যাটেলগ্রাউন্ড’ জর্জিয়ায় ট্রাম্পের বাজিমাত

হোয়াইট হাউস দখলের লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তুমুল প্রতিদ্বন্দ্বিতার যে আভাস পাওয়া গিয়েছিল তা ফিকে হয়ে গেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে বিবিসির তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৬৫টি ভোট। তাতে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস নির্বাচনের আগে পাওয়া যাচ্ছিল, তা এক্ষেত্রে ফিকে বলেই মনে হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তুলনায় এখন পর্যন্ত অর্ধেক ইলেক্টোরাল কলেজ ভোট পেতে চলেছেন কমলা। তবে বলা যায় না। এখনও পরিস্থিতি ঘুরে যেতে পারে। কারণ, এখন পর্যন্ত বাকি আছে ১৪৩টি ইলেক্টোরাল কলেজ ভোট। কমলা যদি সেখান থেকে আরও ১০৫টি ইলেক্টোরাল কলেজ ভোট বাগিয়ে নিতে পারেন, তাহলে তিনি নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবেন।
অন্যদিকে ট্রাম্পের জন্য এই প্রতিযোগিতা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে। তিনি ২৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ৪০টি ইলেক্টোরাল কলেজ ভোট। এখন পর্যন্ত পুরো ফল পাওয়া যায়নি। ফলে কি হয় ভোটের ফল তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন।

Related Articles

Leave a Reply

Back to top button