জাতীয়

প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন শহীদ আবু সাঈদের দুই ভাই

অন্তর্বীতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈমষ্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই। এ সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে তারা বেশ কিছু চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেছেন। আশ্বাস মিলেছে প্রধান উপদেষ্টার কাছ থেকেও।

বুধবার (৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

পরে শহীদ আবু সাঈদের ভাইয়েরা বলেন, প্রধান উপদেষ্টার জন্য বাবা-মায়ের কাছ থেকে “সালাম” এবং শুভ কামনার বার্তা নিয়ে এসেছিলাম।

 
অধ্যাপক ইউনূসকে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘বিপ্লবে তার বীরত্বপূর্ণ ভূমিকা আপনি তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পরই রংপুরে আমাদের গ্রামে আমাদের সঙ্গে দেখা করেছেন এতে আমরা সম্মানিত বোধ করেছি।’
 
প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) প্রধান উপদেষ্টাকে গার্ড স্যালুট দেয়ার সময় আবু সাঈদের দুই ভাইও মঞ্চে উপস্থিত ছিলেন।
বৈঠকে আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করে ভাইয়েরা বলেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ভাইরা বলেন যে, “নিহত ভাইয়ের নামে একটি ফাউন্ডেশন স্থাপন করতে চাই। তার স্মরণে গ্রামে একটি “মডেল মসজিদ” এবং একটি মেডিকেল কলেজ তৈরি করতে চাই এবং এ বিষয়ে সহায়তার জন্য দুটি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে।”
এ ফাউন্ডেশন দরিদ্র এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শিকারদের জন্য কাজ করবে বলেও জানান আবু হোসেন।
 

Related Articles

Leave a Reply

Back to top button