অন্যান্য খবরজাতীয়
পিলখানা হত্যাকাণ্ড নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃ তদন্ত কমিশন গঠনে রুল
পিলখানায় বিডিআর হত্যার নেপথ্যে কারণ উদঘাটনে পুনঃ তদন্ত কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে পিলখানা হত্যা মামলার পুনঃ তদন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবীরা বলছেন, ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার নেপথ্যের কারণ জানতে চায় দেশের জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনঃ তদন্তের কথা বললেও এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদসহ দুই জন আইনজীবী এই রিট আবেদন করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, আইন, বিচার ও মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ও র্যাব ডিজিকে বিবাদী করা হয়েছে।