বিনোদনসাহিত্য ও বিনোদন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহম্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টা ২০ মিনেটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মাসুদ আলী খানের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন অভিনেতার পরিবারের সদস্য শারমিনা আহমেদ।

এদিকে, অভিনেতার সহকারী রবিন মন্ডল জানান, গত ৬ অক্টোবর ৯৬-এ পা রেখেছেন মাসুদ আলী খান। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিলো হাসপাতালে। চলছিলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।

৩১ অক্টোবর বিকেল ৪ টা ২০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুদ আলী খান।

দেশের টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ নাটকের গুণী অভিনেতা মাসুদ আলী খান। ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় কিছুকাল পড়াশুনার একটি অংশ শেষ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।

প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তার। সেসময়েই স্বরসতী পূজায় ‘রানা প্রতাপ সিং’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তিনি ‘ড্রামা সার্কেল’ এর সঙ্গে যুক্ত হন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’। টেলিভিশনের বহু কালজয়ী নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, গুলশান এভিনিউ এবং একান্নবর্তী বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন।

মাসুদ আলী খান ১৯৫৫ সালে বিয়ে করেন তাহমিনা খানকে। ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন।

‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘৫১ বর্তী’সহ বহু স্মরণীয় নাটক, ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা।

Related Articles

Leave a Reply

Back to top button