জাতীয়

বেবিচক চেয়ারম্যানের সাথে আরব আমিরাত ও কানাডার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি ও কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়সি।

আজ বুধবার বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, এন্টি ড্রোন সিস্টেম এবং প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমসসহ এভিয়েশন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বেবিচক চেয়ারম্যান। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেবিচক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।

পরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স।

Related Articles

Leave a Reply

Back to top button