জাতীয়

রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে নিহত হওয়ার ঘটনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পর্শ হয়ে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, প্রতি বছরই বগুড়ায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এবারের ঘটনাটি মর্মান্তিক।
আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমি মর্মাহত। প্রকৃত কারণ নির্ণয়ণের জন্য তদন্ত কমিটি করার নির্দেশ দিয়ে বলেন, জনসচেনতা বাড়ানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।
রবিবার (৭ জুলাই) বগুড়ায় সেউজগাড়িতে রথযাত্রা বের করার সময় বিদ্যুৎস্পর্শে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪৩ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Related Articles

Leave a Reply

Back to top button