আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

ভারতের যোগীর রাজ্য উত্তর প্রদেশের হাথরাস জেলার একটি গ্রামে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে তিন শিশুসহ ১০৭ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।
‘সৎসঙ্গ’-এর অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই ঘটে এই দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের চাপে প্রাণ হারান অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন।
এর আগে, হাথরাসের সিকান্দারা রাউ শহরে বিশেষভাবে তৈরি করা তাবুতে ধর্ম প্রচারক তার অনুগামীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন।
আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, এটা ছিল ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা। এদিন বিকেলে এটাহ ও হাথরাস জেলার সীমান্তে জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেয়া হয়।
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১০৭ জনের মরদেহ ইটাহ জেলা হাসপাতালে পৌঁছেছে।  প্রাথমিকভাবে মনে হচ্ছে দমবন্ধ অবস্থার মধ্য়ে পড়েছিলেন তারা।  বাঁচার জন্য দৌঁড়াদৌঁড়ি করছিল। ফলে পদপিষ্টের ঘটনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button