জাতীয়

শিশু হাসপাতালে আগুন; কাটেনি আতঙ্ক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুনের ঘটনায় ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। আইসিইউতে থাকা শিশুদের এনআইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেয়া হলেও আশ্বস্ত হতে পারছেন না অভিভাবকরা; কাটেনি আতঙ্ক। কেউ কেউ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। আগুন থেকে বাঁচাতে অসুস্থ শিশুদের নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায় মা-বাবা ও স্বজনদের। যে যেভাবে পেরেছেন হাসপাতাল ভবন ছেড়ে আশ্রয় নেন খোলা জায়গায়। কোনো শিশুর হাতে, মাথায় ব্যান্ডেজ আবার কারও মুখে লাগানো অক্সিজেন মাস্ক।

আগুন থেকে কোনো মতে বাঁচলেও সন্তানদের সুস্থতা নিয়ে ভয়, আশঙ্কা ঘিরে ধরেছে অভিভাবকদের। বিশেষ করে যে শিশুদের অক্সিজেন সাপের্ট ছাড়া বেশিক্ষণ রাখা ঝুঁকিপূর্ণ তাদের পরিবারের আহাজারি যেন কোনো মতেই থামছে না।

আগুনে আইসিইউসহ বেশ কয়েকটি সাধারণ ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগীদের সরিয়ে নেয়া হয়েছে এনাআইসিইউসহ অন্য ওয়ার্ডে। এখানেও দেখা দিয়েছে আরেক সংকট। এসব ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় যথাযথ চিকিৎসা পাওয়া নিয়ে উৎকণ্ঠায় রোগীর স্বজনরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button