জাতীয়

বড় বড় মেশিনগান তাক করে রেখেছে : জিম্মি নাবিক

ভারত মহাসাগরে জিম্মিকৃত এমভি আবদুল্লাহ জাহাজটি এখন সোমালিয়ার উপকূলে অবস্থান করছে। সেখানে পৌঁছানোর পর জাহাজের ব্রিজ থেকে নাবিকদের কেবিনে যাওয়ার সুযোগ দিয়েছে জলদস্যুরা। তবে ঘুমের সময়ও বড় বড় মেশিনগান তাদের দিকে তাক করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির একজন নাবিক। ভাইয়ের কাছে পাঠানো এক ভয়েস মেসেজে তিনি এই তথ্য জানিয়েছেন। খবর ডয়চে ভেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নাবিকের ছোট ভাই এই ভয়েস মেসেজ পেয়েছেন বলে গণমাধ্যমকে জানান। তবে নিরাপত্তার স্বার্থে ওই নাবিকের নাম, পরিচয় প্রকাশ করা হয়নি।
ভয়েস মেসেজ নাবিক বলেন, ‘গতকাল একটি নেভি জাহাজ এসেছিল। আজকেও একটি নেভি জাহাজ এসেছিল। মোট দুইটি সুসজ্জিত জাহাজ আমাদের রেসকিউ করতে চেয়েছিল।’
তবে তা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ওরা (জলদস্যুরা) আমাদের জিম্মি করে রাখে, আমাদের মাথায় বন্দুক ধরে রাখে। নেভির বড় বড় ফ্রিগেট দেখেই ওরা আমাদের জিম্মি করে। এসব বড় জাহাজ দেখেও ওরা ভয় পায় না।’
এখন পর্যন্ত জলদস্যুরা কাউকে আঘাত করেনি বলে জানিয়ে তিনি বলেন, ‘তবে, আমি যেখানে ঘুমাই সেখানে পাশ ফিরলেই দেখতে পাই যে আমার দিকে বড় বড় মেশিনগান তাক করে রেখেছে। এই অবস্থায় ঘুম যা হওয়ার হচ্ছে। তারপরও মানসিকভাবে চাপে থাকলেও সুস্থ থাকার চেষ্টা করছি।’
জাহাজে থাকা খাবার তাদের সঙ্গে জলদস্যুরাও খাচ্ছে এবং এর ফলে দ্রুত সময়ের মধ্যে তা শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখনো খাবার আছে। কিন্তু, যেহেতু জলদস্যুরাও আমাদের সঙ্গে খাওয়া-দাওয়া করছে, আমাদের পানি ব্যবহার করছে, আমাদের খাবার আর কতদিন যাবে সেটা বলতে পারছি না। আর হয়তো ১০-১৫ দিন বড়জোর যেতে পারে। এরপর খাবার শেষ হয়ে গেলে আমরা খুব কষ্টে পড়ে যাব। পানি শেষ হয়ে গেলে খুব কষ্টে পড়ে যাব।’
সোমালিয়া উপকূলে পৌঁছানোর পর নাবিকদের সঙ্গে জলদস্যুদের ভালো সম্পর্ক গড়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা সোমালিয়া এলাম। ওদের সঙ্গে আমাদের একটু ভালো রিলেশন হয়েছে। ওদের বলে কয়ে আমরা একটু কেবিনে এলাম। কিন্তু আবার ব্রিজে চলে যেতে হবে।’
সরকার ও জাহাজের মালিকপক্ষ তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে এবং গণমাধ্যম নিয়মিত তাদের খবর প্রকাশ করছে বলে খানিকটা আশ্বস্ত রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি শিগগির পরিবারের কাছে ফিরে যেতে পারব। ঈদের আগে যেন পরিবারের কাছে ফিরে যেতে পারি, সেটাই আমরা চাই।’
সোমালিয়ার উপকূলে নোঙর করেছে জাহাজটি
জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালিয়ার উপকূলের কাছাকাছি নোঙ্গর করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button