খেলা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের গোল উৎসব

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ মার্চ) লিগপর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলার মেয়েরা।

এই ম্যাচে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা রীতিমত গোল উৎসব করেছে । ভুটানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে প্রীতি-অর্পিতারা। ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরীরা।

শুরু থেকে গোলের জন্য মরিয়া নয়, বরং বল পায়ে রেখে আক্রমণভাগে আলপি ও ফাতেমাদের কর্যকর হয়ে ওঠার প্রচেষ্টার প্রতিফলন দেখা গেল বেশি। দারুণ ফলও মিলল তাতে।

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর করে আরও তিনটি গোল। তিন ম্যাচের দুটিতে জয়ী ভারতের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button