আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ শুরুর পর ভারতে বেড়েছে ‘মুসলিমবিদ্বেষ’

ভারতে গত বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম ছয় মাসের তুলনায় পরের ছয় মাসে মুসলিম-বিরোধী কটূক্তি বেড়েছে ৬২ শতাংশ, যার নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছে ইসরায়েল-হামাস যুদ্ধ। এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেইট ল্যাব সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালে মুসলমানদের লক্ষ্য করে ৬৬৮টি কটূক্তির ঘটনা নথিভুক্ত করেছে তারা। এর মধ্যে বছরের প্রথমার্ধে ২৫৫টি ঘটনা ঘটেছে, আর পরের ছয় মাসে ঘটেছে ৪১৩টি। খবর রয়টার্সের। 

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স বলছে, কটূক্তির ৪৯৮টি বা প্রায় ৭৫ শতাংশ ঘটনা ঘটেছে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-শাসিত রাজ্যগুলোতে। 
 
গেল বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধের প্রসঙ্গ ধরে মুসলমানদের বিরুদ্ধে কটূক্তির ৪১টি ঘটনা ঘটেছে। বছরের ২০ শতাংশ কটূক্তির ঘটনা ঘটেছে শেষ তিন মাসেই। 
আইএইচএল বলছে, গবেষণার মানদণ্ড হিসেবে তারা জাতিসংঘের কটূক্তির সংজ্ঞা ব্যবহার করেছে। এতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ধর্ম, জাতিগত, জাতীয়তা, সম্প্রদায় বা লিঙ্গ-ভিত্তিক পক্ষপাতদুষ্ট বা বৈষম্যমূলক ভাষা ব্যবহারের কথা বলা হয়েছে।
 
গবেষণা সংস্থাটি জানিয়েছে, তারা হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতার অনুসরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কটূক্তির ভিডিওগুলো যাচাই ও ভারতীয় গণমাধ্যমে আসা বিভিন্ন ঘটনার তথ্য সংকলিত করে প্রতিবেদনটি তৈরি করেছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button