আন্তর্জাতিক

আর মাত্র ৪ দিন পর করোনার ভ্যাকসিন নিয়ে আসছে রাশিয়া

হাতে গোনা আর মাত্র ৪ দিন। এরপরই মহামারি নভেল করোনা ভাইরাসের বহুল প্রত্যাশিত ভ্যাকসিন নিয়ে আসছে রাশিয়া। আগামী ১২ আগস্ট রাশিয়ায় উৎপাদিক প্রাণঘাতি করোনা প্রতিরোধক টিকা আনার কথা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন রুশ উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিদনেভ।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গামালেয়া ইনস্টিটিউট ও রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে উৎপাদন করা এই টিকার তৃতীয় তথা চূড়ান্ত ট্রায়াল চলছে।

গতকাল শুক্রবার উফা শহরে একটি ক্যান্সার সেন্টার ভবনের উদ্বোধনকালে স্পুটনিক নিউজকে গ্রিদনেভ বলেছেন, ‘গামালেয়া সেন্টারের উৎপাদিক টিকার নিবন্ধন করা হবে ১২ আগস্ট। এ মুহূর্তে চূড়ান্ত ট্রায়াল চলছে। তৃতীয় ধাপের ট্রায়ালই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টিকা যে নিরাপদ সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে।’

এই ভ্যাকসিন শুরুতে চিকিৎসক ও বয়স্ক নাগরিকদের দেয়া হবে বলেও জানান গ্রিদনেভ।

তিনি জানান, এর আগে এই টিকার দ্বিতীয় ধাপের ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের মধ্য ইউমিনিটি বাড়তে দেখা যায়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button