জাতীয়

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি ১৯ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি, তাঁর শারীরিক অসুস্থতার কারণে ১৯ জানুয়ারি চার্জ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৩১তম বারের মতো শুনানি পেছালো।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ নভেম্বর বহুল আলোচিত এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ওইদিনও তাঁর আইনজীবীর আবেদন মঞ্জুর করে ৫ নভেম্বর চার্জ শুনানির দিন ঠিক করেছিলেন একই বিচারক। এর আগেও একই কারণে একে একে ৩০ বার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button