রাজনীতি

বিএনপির আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে: কাদের

বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নিজেদের হাসি-তামাশায় পরিণত করেছে এবং এখন তাদের কথা শুনলে ঘোড়াও হাসে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতি করলে আপত্তি নাই। আওয়ামী লীগও বাধা দেবে না। কিন্তু জনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে বা আওয়ামী লীগও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

তাদের আন্দোলন সুস্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে নিজেদের হাসি-তামাশায় পরিণত করেছে বিএনপি। দেশে-বিদেশে তারা হাসি-তামাশার পাত্র। তাদের আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে।

গণতন্ত্রের রীতিনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়, এটা নতুন কোনো বিষয় না দাবি করে দলের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব, কমনওয়েলথ মহাসচিবও বার্তা পাঠিয়েছেন। গণতন্ত্রের রীতিনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়। সেই রীতি অনুযায়ী সবাই অভিনন্দন জানাচ্ছেন। এটা নতুন কোনো বিষয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button