জাতীয়লিড স্টোরি

নভেম্বরে ১০০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় ছোট ও মাঝারি দৈর্ঘ্যের ১০০ সেতু উদ্বোধন করবেন। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এ বিষয়টি নিশ্চিত করেন। সওজের প্রধান প্রকৌশলী একেএম মনির গণমাধমকে জানান,গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব সেতুর উদ্বোধন করবেন।
আজ বুধবার (২৬ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। ১০০টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ টাকা। এসব সেতুর দৈর্ঘ্য ৫০ থেকে ২৫০ মিটার।
সওজের প্রধান প্রকৌশলী জানান, সারাদেশে সড়ক যোগাযোগ দ্রুতগতির করতে বিভিন্ন স্থানে বেইলি সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মিত হয়েছে। আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে কিছু সেতু আগেই নির্মিত হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button