রাজনীতি

অনিবার্য পতন অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য: রিজভী

অনিবার্য পতন অপেক্ষা করছে শেখ হাসিনা এবং মাফিয়াচক্রের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘৭ জানুয়ারী জনগণ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে, জনগণের বিজয় হবেই হবে।’
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতার মেয়াদ বাড়াতে পূর্বনির্ধারিত ফলাফল ঘোষনার পাতানো ডামি নির্বাচন ঘিরে দেশে এক অকল্পনীয় ভয়ংকর অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বন্দুক-পিস্তল, রামদা, রড, জিআই পাইপ, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মিছিল করছে তারা। নৌকা-ডামি, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র প্রিজাইডিং অফিসার সব আওয়ামীময়-একাকার হয়ে গেছে। ছলে বলে কৌশলে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য মরিয়া তারা। প্রতিটি জনপদের মানুষ আমি-ডামী প্রার্থী আর তাদের সমর্থক এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকী ধামকীতে সন্ত্রস্ত। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার হুংকার দেয়া হচ্ছে। কোন কোন প্রার্থী হুমকী দিচ্ছে, ভোট কেন্দ্রে না গেলে নাগরিক সুবিধা বাতিল করা হবে। ভোট না দিলে মসজিদ-কবরস্থান বন্ধ করার হুমকী দেয়া হচ্ছে।’
দেশ এখন দুই ভাগে বিভক্ত-মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘একদিকে সাধারণ জনগণ অন্যদিকে ‘আমরা আর মামুরা’। দেড় দশকের ভোটারবিহীন স্বৈরাচার শেখ হাসিনার একটাই লক্ষ্য ৭ জানুয়ারী একটি তথাকথিত ডামি ভোটার উপস্থিতির অভিনব নির্বাচন দেখিয়ে গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞার খড়গ এবং অনিবার্য পতন থেকে আত্মরক্ষা করা। এজন্য পুরো মাফিয়াচক্র গলদঘর্ম হয়ে পড়েছে ভোটার হান্টিং মিশনে। কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তা পাচ্ছে না। বহু এলাকায় আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝেও কোনো আগ্রহ নেই। নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলমের মতো কোন কোন স্থানে ‘আমি-ডামির’ প্রার্থীরা ভোট চাইতে গিয়ে জুতা পেটা খাচ্ছেন।’
রিজভী বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ ৬৩ টি রাজনৈতিক দলের ভোটবর্জন এবং ‘একমাত্র ভোটার’ শেখ হাসিনার ভাগবাটোয়ারার নির্বাচনে কে জিতবে তার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। এটা জানার পর প্রার্থী নিজেও প্রচার থামিয়ে দিয়েছে। প্রচার চালানোর জন্য দলীয় সমর্থকদের যে হাতখরচ প্রার্থী তাও বন্ধ করে দিয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারের জন্য যে নির্বাচনী ক্যাম্প খোলা হয়েছিল, এখন তা জনমানবহীন। শুরুতে ক্ষমতাসীন দলের মদদপুষ্ট গণমাধ্যম নানা এঙ্গেলে প্রচার চালিয়ে নির্বাচন জমানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রার্থী ও তাদের সমর্থক এবং সাধারণ মানুষের ভোট নিয়ে আগ্রহ না থাকায় গণমাধ্যমের আগ্রহেও ভাটা পড়েছে। কিন্তু নানা চাপের কারনে তারাও প্রচার চালাতে বাধ্য হচ্ছে। ভাগবাটোয়ারার এই নির্বাচনে ভোট কেন্দ্রে নিজের পোলিং এজেন্ট দেওয়া নিয়েও প্রার্থীদের মাঝে কোনো আগ্রহ নেই। কেউ কেউ পোলিং এজেন্ট সংগ্রহের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন। তবে যতো যাই করুক-কেউ ভোট কেন্দ্রে যাবে না।’
তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামে এক মতবিনিময় সভায় স্বীকার করেছেন যে, ২০১৮ সালে রাতে ভোট হয়েছিল। তিনি বলেছেন, ৯৯ নয়, ১০০ শতাংশ নিশ্চিত করতে পারি এবার আর আগের রাতে ভোট হবে না। এ জন্য অনেক ক্ষেত্রেই ব্যালট পেপার সকালে যাবে।’ উনার এই সরল স্বীকারোক্তির পর যেসব জিনগত আওয়ামী মিথ্যুক এতোদিন রাতের ভোট নিয়ে বিতর্ক করেছিলেন তাদের মুখ বন্ধ হবে নিশ্চয়ই। এবারের নির্বাচনে বহু এলাকায় ডামী প্রার্থী ও তাদের সমর্থকরাই প্রকাশ্যে স্বীকার করছেন কিভাবে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করেছিল।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আওয়ামী দলদাস কাজী হাবিবুল আউয়াল সাহেব তো জানেন এবার রাতে করা লাগবে না। রাতে ভোট করার প্রয়োজন নেই। কারণ এবার তো আর বিরোধী দলের কেউ নেই। এবার দেশের সমস্ত সচেতন মানুষ জানেন, দিনের বেলায় প্রকাশ্যে ৫৭ সেকেন্ডে ৪৩ টি সিল মারার ভোট হবে। প্রার্থী সবাইতো এক দলীয়-‘আমরা আর মামুরা’। জেলায় জেলায় আগে ব্যালট পেপার পাঠানোর মানে নৌকায় সিল মেরে আগেই বাক্সটা ভরে সকালে কেন্দ্রে পাঠাতে সুবিধা হবে। তারপর ওবায়দুল কাদেরের ঘোষনা মতো ৭০ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে দেখিয়ে গণভবনের তালিকা অনুযায়ী ফলাফল ঘোষনা করবে। এই বেহায়া দলবাজ সিইসিকে বলবো যদি ন্যুনতম মনুষ্যত্ব থাকে তাহলে এই প্রহসনের পাতানো ডামি নির্বাচন বন্ধ করুন। পদত্যাগ করুন। নইলে যারা রাতের ভোট করেছিলেন তাদের মতো আপনাদেরও বিচার একদিন হবেই।’
রিজভী বলেন, ‘এক তরফার ডামি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ একটি হাস্যকর চাপাবাজির ডামি ইশতেহার ঘোষনা করেছে। মানুষকে ধোকা দেয়ার জন্য ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। অতীতে কোন প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। বরং উল্টোটা করেছিল। ইশতেহারে যা বলে তার সাথে বাস্তবতার মিল থাকে না। ২০১৮ সালে আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনী ইশতেহারের মূল কথা ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। আসলে গত ৫ বছর তারা তাদের নিপীড়ন, খুন-গুম-দুর্বৃত্তায়ন, দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের অগ্রযাত্রা হয়েছে। আওয়ামী লীগের ইশতেহারে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার কথা মাদক ও দুর্নীতিতে আকন্ঠ ডুবে গেছে তারা। তাদের জিরো টলারেন্স দুর্নীতির পক্ষে। ঘুষ, অনোপার্জিত আয়, কালো টাকা, চাঁদাবাজি, ঋণখেলাপি, টেন্ডারবাজি ও পেশিশক্তি এবং দুর্নীতি-দুর্বৃত্তায়ন তাদের মূলমন্ত্রে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘ঘরে ঘরে চাকুরীর কথা বলে ঘরে ঘরে বেকার আর মামলা-লাশ উপহার দিয়েছে। বিসিএস পরীক্ষার নামে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের পুলিশ-প্রশাসনসহ সর্বত্রই ঢুকানো হয়েছে।২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ হিসেবে ঘোষনা করে গত ১৫ বছরে আওয়ামী লীগ ও তাদের লোকজনের দিন বদল করেছে। ক্ষমতাসীন দল গত ১৫ বছর দেশে দুর্নীতির সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। সরকারি দলের নেতা কর্মী সমর্থক সবাই এখন কোটিপতি। জনগণের টাকায় উন্নয়নমূলক প্রতিটি প্রকল্প সরকারি দলের টিকাদার কিংবা ক্যাডারদের দখলে।’
রিজভী আরও বলেন, ‘দলীয়করণের আরেক চূড়ান্ত রূপ প্রশাসনের প্রতিটি স্তর। দেশটা যেন একটি দলের বাকিরা সব বহিরাগত। জীবনযাত্রাকে করে তুলেছে বিভীষিকাময়। এবারে যে ইশতেহার ঘোষণা করেছে তার মূল উপজীব্য বিষয় হলো ‘স্মার্ট বাংলাদেশ’। তাদের  ‘স্মার্ট বাংলাদেশ হলো স্মার্ট লুটপাট, স্মার্ট শ্মশান। এবারের ইশতেহারে দুর্নীতিবাজদের অর্থ-সম্পদ বাজেয়াপ্তের অঙ্গীকার করেছে দুর্নীতিবাজ সরকার। তার মানে এবার যতটুকু লুটপাট করে খেতে বাকি ছিলো সেটুকুও চেটেপুটে খাওয়ার টার্গেট নিয়েছে। কারণ শেখ হাসিনার মজ্জাগত স্বভাব হলো তিনি যা বলেন করেন ঠিক তার উল্টোটা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button