আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা গাজায় নিহত ২১ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বুধবার (২৭ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২১ হাজার ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৫৫ হাজারের বেশি মানুষ।
বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় অপারেশনাল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শহরটি শহুরে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে উত্তর গাজায় আবারও তুমুল লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন আহত হয়েছে। শহরটিতে ঘরছাড়া অধিকাংশ ফিলিস্তিনি মানুষ আশ্রয় নিয়েছেন।
গাজায় বিপর্যয়কর মানবিক সংকট বিবেচনায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবি জোরালো হলেও সেখানে যুদ্ধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সোমবার ক্ষমতাসীন লিকুদ পার্টির এক সভায় নেতানিয়াহু জানান, সোমবার তিনি গাজা সফর করেছেন। সফরকালে তিনি ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেছেন। তারা তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button