রাজনীতি
হুমকি দিয়েও ভোটকেন্দ্রে মানুষ পাবেন না: রিজভী
হুমকি দিয়ে, ভয় দেখিয়েও ভোটকেন্দ্রে মানুষকে নিয়ে যেতে পারবেন না। কারণ জনগণের মন থেকে ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে গেছে। তারা একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের তথ্য, টিআইবি’র রিপোর্টের চেয়েও তাদের সম্পদের পরিমাণ আরও বহুগুন বেশি। তাদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।