তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১১ বছর আজ
তাজরীন গার্মেন্টস ট্রাজেডির ১১ বছর আজ। ১১ বছর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আগুন লাগে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের আটতলা ভবনে। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। দীর্ঘ সময় পার হলেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের।
এই মামলার আসামিরা হলেন প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তার, লোডার শামীম, স্টোর ইনচার্জ (সুতা) আল আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি সুপার ভাইজার আল আমিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, অ্যাডমিন অফিসার দুলাল উদ্দিন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনোয়ারুল, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুর ও শহীদুজ্জামান দুলাল। এই আসামিদের মধ্যে পলাতক আসামিরা হলেন—আল আমিন, শামিম মিয়া, রানা, শহিদুজ্জামান দুলাল ও মোবারক হোসেন মঞ্জু। বাকিরা জামিনে।
১১ বছরেও ভয়াবহ অগ্নিকাণ্ডের বিচার না হওয়া হতাশ শ্রমিকরা। এ ঘটনায় গার্মেন্টেস মালিকের শাস্তি চেয়ে দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।