জাতীয়

টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ

সরকারে নিযুক্ত দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন।

রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তারা এ পদত্যাগ পত্র জমা দেন। এ নিয়ে আগামীকাল সকালে মন্ত্রিপরিদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

নির্বাচন কমিশন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৫ নভেম্বর। ৪ দিনের মাথায় ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের খবর পাওয়া গেল।

প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।

এবার নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কাটছাট করা হবে না বলে আগেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যে সরকার রয়েছে সেই সরকা‌রই নির্বাচনকালীন সরকার হবে। তবে এখানে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টা থাকতে পারবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button