রাজনীতি

তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক

বাম গণতান্ত্রিক জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে।

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন জনমত উপেক্ষা করে যে একতরফা নির্বাচনের ঘোষণা দিল, এতে প্রমাণিত হলো তারা প্রকারান্তরে সরকারের হুকুম তামিল করে চলছে। তারা জনগণের কথা শুনল না। এ কারণে ইতিহাস নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, আমরা সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, এখনও সময় আছে, এ পথ থেকে সরে আসুন। নইলে চলমান সংঘাত-সংঘর্ষ আরও বেড়ে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হবে, এর দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোট আগের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের এ তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সংঘটিত করছি এবং বিক্ষোভ হচ্ছে। আমরা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছি।

এর আগে, সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button