রাজনীতি

কোনো ‘জানোয়ারের’ সঙ্গে সংলাপ হতে পারে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, কিন্তু বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়েছে। কোনো ‘জানোয়ারের’ সঙ্গে সংলাপে যাওয়া যায় না।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে হত্যা ও ইসরাইলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধনে বক্তৃতা করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে হত্যা ও ইসরাইলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘‘গাজায় মানবাধিকার বিরোধী অপরাধের মতো বাংলাদেশে আগুনসন্ত্রাস প্রতিবাদে এই মানববন্ধন। মানুষ যখন মহাশূন্যে টুরিস্ট পাঠানোর পরিকল্পনা করছে, তথ্যপ্রযুক্তিতে বিপ্লব হচ্ছে; ঠিক তখন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে গাজায় হামলা চলছে, হাসপাতালে হামলা করা হচ্ছে। ১২ হাজার মানুষ হত্যা করা হয়েছে, এর মধ্যে সাড়ে আট হাজারের বেশি নারী ও শিশু। জাতিসংঘের ৫২ সদস্য নিহত হয়েছে।’’


তিনি বলেন, ‘আমাদের দেশে যারা ইসলামের কথা বলে, ভোট এলে যারা কড়া মুসলমান হয়ে যায়; তারা আজ ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে একটি কথাও বলে না। তারা দেশের সরকারকে টেনে নামাতে চায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে, কিন্তু আমাদের দেশে বিএনপি-জামায়াত একটি শব্দও উচ্চারণ করে নাই।’

তথ্যমন্ত্রী বলেন, “আমরা কোনো ‘জানোয়ারের’ সঙ্গে সংলাপে যেতে পারি না। বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়েছে। লন্ডন থেকে নির্দেশনা দেয় গাড়ি পোড়ালে দলে প্রমোশন দেয়া হবে। যে দল গাড়ি পোড়ালে, মানুষ মারলে প্রমোশন দেয়—সেই সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button