জাতীয়

আজ অবরোধ শুরু, দৃষ্টি এখন তফসিলে

বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ আজ থেকে শুরু হয়েছে। সবার দৃষ্টি এখন তফসিলে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আজ বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনাররা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।
নিয়মানুযায়ী প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভাষণের মাধ্যমে জাতির কাছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সূচি তুলে ধরেন। এছাড়া তফসিল ঘোষণার দিন নির্বাচন ভবনে ভাষণ রেকর্ডিং করা হয়। এবার রেকর্ডিংয়ের পাশাপাশি লাইভে তফসিল ঘোষণারও পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্রে জানা যায়, তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ডিং বা লাইভ প্রচারের জন্য দুই দিন বাংলাদেশ টেলিভিশনের কলাকুশলীদের স্টান্ডবাই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার কমিশনের বিকালের বৈঠকে যদি তফসিল ঘোঘণার সিদ্ধান্ত হয় তবে সন্ধ্যা ৭টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কখন, কবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button