বিনোদনসাহিত্য ও বিনোদন

রবিরশ্মির ২৫তম বর্ষপূর্তিতে শিল্পকলায় দু’দিনব্যাপী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

সংগীত সংগঠন ‘রবিরশ্মি’ ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে, ‘কী হেরিলাম হৃদয় মেলে’ এ শিরোনামে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো দু’দিনব্যাপী সংগীতানুষ্ঠান।

৩ ও ৪ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দু’জন শিল্পীকে সম্মাননা জানানো হয়, তাঁরা হলেন, শ্রীমতি রীতা চক্রবর্তী, সংগীতশিল্পী, সংগঠক, আগরতলা, ত্রিপুরা এবং শ্রী রানা কুমার সিনহা, সংগীতশিল্পী, সংগঠক, সিলেটI

অনুষ্ঠানের প্রথম দিন ৩ নভেম্বর, সমবেত সংগীত পরিবেশন করেন, রবিরশ্মির শিল্পীবৃন্দ। একক গান পরিবেশন করেন, শিল্পী রাণা কুমার সিনহা, মিথিলা ঘোষ, সঞ্জীব সরকার, খান মো. রেজাউল কবির, পার্মিনা তোড়া দাস, বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দাস, অর্চনা রায়, বনশ্রী পাল, মনামী চক্রবর্তী, প্রণব সিকদার, লিংকন বড়ুয়া I

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ নভেম্বর, সম্মেলক সংগীত পরিবেশন করেন, রবিরশ্মির শিল্পীবৃন্দ। একক গান পরিবেশন করেন, রবিরশ্মির শিল্পী শাশ্বতী মাথিন, সুকুমার চক্রবর্তী, মনীষা চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলী, ভারতী চাকী, অরুণা সরকার, জাহানজীব সারোয়ার শিমুল, সুস্মিতা হোসেন, শেলী চন্দ, লিলিয়েন পাল নীলা, অনামিকা ত্রিপুরা, দিলীপ কুমার দাস, শাহনাজ পাপড়ি।

এস. এইচ লিমন ও সাইফুর রহমান জুয়েলের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন, বুলবুল ললিতকলা একাডেমী মীরপুর শাখা, ঢাকার শিল্পীবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, শাহাদাৎ হোসেন নিপু ও শাশ্বতী মাথিন। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী, রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষI

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button