খেলা

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর যা বললেন সাকিব

নেদারল্যান্ডসের কাছে বিশ^কাপে বড় ব্যবধানে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নেদারল্যান্ডসের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেল ৪২.২ ওভারে ১৪২ রানে। প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচে ডাচদের জয় ৮৭ রানে।

এমন লজ্জাজনক হারের পর ম্যাচের পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ডাচদের বিপক্ষে হারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০-এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’

সেখানে সাকিবকে প্রশ্ন করা হয়, এটিই বাংলাদেশের ইতিহাসের বাজে বিশ্বকাপ কিনা। জবাবে সাকিব বলেন, ‘এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।’

দলের এমন হারের পেছনে বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কিনা। এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটি বলছেন, সেটি আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’

এ ছাড়া এমন হারের বৃত্তে থাকাই বাংলাদেশ দল বলে মনে হচ্ছে না সাকিবের। এ নিয়ে তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সঙ্গেই ছিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button