খেলা

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার পরাজয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। তাই কার্যত নিয়মরক্ষার ম্যাচেই মাঠে নামছে থ্রি-লায়ন্সরা।

অন্যদিকে এখন পর্যন্ত অপরাজিত ভারত। তাই ভারতের লক্ষ্য সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করা।

ভারত তাদের একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে। অন্যদিকে একই ফরমেশনে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।

অনিন্দ্য সুন্দর এ স্টেডিয়ামে নির্ধারিত হতে যাচ্ছে দুই দেশের বিশ্বকাপ ভাগ্য। ভারত জিতলে সেমিফাইনাল নিশ্চিত। ইংল্যান্ড হারলে আর কোনো আশা-ভরসা থাকবে না। বিশ্বচ্যাম্পিয়নদের আসর থেকে ছিটকে ফেলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে ভারতের আস্থার তালিকা দীর্ঘ। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল সবাই আছেন দারুন ফর্মে।

ইংল্যান্ডের এমনিতেও সেমিফাইনালের ওঠা অনেক কঠিন। সবগুলো ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে।

ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির বলে বোল্ড হয়ে ফিরেছেন ভারতীয় তারকা ওপেনার শুভগামন গিল। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button