জাতীয়ফিচার

দেশের প্রথম রোবোটিক প্রতিমা

একটা সময় ছিলো, যখন দেশের মানুষ কলকাতায় ছুটে যেতো দূর্গা পূজা উৎসব দেখতে। আস্তে আস্তে সেই কালচার কমে আসছে। দেশেই নতুন নতুন ভাবনায়, নানা উৎসব আয়োজনে পালিত হচ্ছে দূর্গাপূজা। তেমনই নতুন এক ভাবনা থেকে এবারের আকর্ষনীয় প্রতিমা তৈরি করেছে  রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) । এখানে মণ্ডপে তৈরি করা হয়েছে রোবটিক প্রতিমা। ‘স্মার্ট বাংলাদেশ, লাভ ফর ন্যাচার’ স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে পূজা মণ্ডপ ও প্রতিমা। আর প্রতিদিন এই রোবটিক প্রতিমা দর্শনে আসছেন লাখো মানুষ। হিন্দু সম্প্রদায় ছাড়াও, অন্যান্য ধর্মের মানুষরাও আসছেন এই প্রতিমা দেখতে।

মহিষাসুর বধের দৃশ্যটাকে কিছুটা সচলরূপে তুলে ধরা হয়েছে রোবটিক এই প্রতিমার মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, দুর্গা যখন ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করতে যায়, তখন মহিষাসুর তীব্র যন্ত্রণায় মা দুর্গার কাছে দুই হাত তুলে ক্ষমা চায়। তখন মা দুর্গা তার মুখ দিয়ে বলে, ‘যুগে যুগে আসুরিক শক্তি দমনে আমার এই জগতে আগমন।’ সঙ্গে ব্যকগ্রাউন্ড মিউজিক রয়েছে। আর প্রতিমা যখন কথাগুলি বলছে, তখন প্রতিমার মাথা, হাত ও ত্রিশুল নড়ে উঠছে। সেই সঙ্গে তিব্র যন্ত্রণায় নড়ে উঠছে মহিষাসুরের মুখ। দেখে মনে হবে, সত্যিই চোখের সামনে দেখা যাচ্ছে মহিষাসুরের বধ।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) পূজা মণ্ডপের সাংস্কৃতিক সম্পাদক দীলিপ কুমার সরকার জানান, ‘মহিষাসুর বধের দৃশ্যটাকে আমরা কিছু সচলরূপে তুলে ধরতে যাচ্ছি। পড়ে শেখার থেকে দেখে শিখলে হৃদয়ে ধারণ হয় বেশি। সেই চিন্তা থেকে চাক্ষুস দেখানোর জন্য এবার আমরা রোবটিক সিস্টেমের আয়োজন করেছি।’

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ’র জানান, ‘আমাদের সংঘের একটি প্রযুক্তিগত টিম আছে। বরাবরই আমাদের এই টিম নতুন নতুন প্রযুক্তিগত দিক নিয়েই মন্দির সাজিয়ে এসেছে। পূজা শুরুর ৬ মাস আগে থেকেই তারা এটা নিয়ে নতুন ভাবনা ঠিক করে। তারপর কাজ করে থাকে।’’

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মণ্ডপের মন্দির সাজাতে ব্যবহার করা হয়েছে বাঁশ ও শীতল পাটি। গেট ও লাইটিংয়ে নিয়ে আসা হয়েছে ভিন্নতা।  সব মিলিয়ে এক নতুন রূপ দেয়া হয়েছে মন্দির

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button