রাজনীতি

ঢাকায় বিএনপির ছাত্র কনভেনশন আজ

সার্বজনীন শিক্ষাব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’র উদ্যোগে এ কনভেনশন শুরু হবে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এছাড়া কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতারা বক্তব্য দেবেন।

বুধবার (১১ অক্টোবর) পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

এবিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জাগো নিউজকে বলেন, সারাদেশে ছাত্রদলের জেলা ও জেলা পদমর্যাদার ১১৭টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ছাত্র কনভেনশনে অংশ নেবেন। এছাড়া বাকি ১৪টি ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও কনভেনশনে আসবেন। থাকবেন ছাত্রদলের সাবেক নেতারাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button