আন্তর্জাতিক

গাজায় আর্থিক সহায়তা স্থগিত করল ইইউ

গাজায় চলমান সংঘাতের জন্য হামাসকে দায়ী করে ফিলিস্তিনের উন্নয়নের জন্য বরাদ্দ ৭২ কোটি ৯০ লাখ ডলার সহায়তার কিস্তি প্রদান স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সংস্থাটির ‘নেইবারহুড অ্যান্ড এনলার্জমেন্ট’ বিভাগের কমিশনার অলিভার ভারহেইলি সোমবার (৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় গাজায় চলমান সংঘাতের জন্য হামাসকে সরাসরি দায়ী করেন অলিভার।
তিনি বলেন, ইসরাইল ও সেখানকার জনগণের ওপর গত কয়েক দিন ধরে যে নজিরবিহীন নিষ্ঠুরতা চলছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত (সহায়তা স্থগিত) নেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেখানে (ফিলিস্তিনে) শান্তি ফিরে না আসে, আমাদের যাবতীয় সহায়তা বন্ধ থাকবে।
এর আগে, গাজা উপত্যকায় ‘সর্বাত্মক অবরোধ’ ঘোষণা করে ইসরাইল। সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত এই অবরোধের ঘোষণা দিয়ে বলেন, ‘গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।’
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাসসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে। আমরা মানবপশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।’
জাতিসংঘের তথ্যমতে, গাজার বাসিন্দাদের প্রায় ৮০ শতাংশ আন্তর্জাতিক ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল। প্রতিদিনকার খাদ্যসহায়তার ওপর নির্ভর করে বেঁচে থাকেন সেখানকার প্রায় ১০ লাখ মানুষ।
এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর তীব্র হামলার মধ্যেও ইসরাইলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের ঠেকাতে বেগ পেতে হচ্ছে ইসরাইলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ)। এরইমধ্যে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ৮ শতাধিক মানুষ। আহত হয়েছেন ২ হাজার ২৪৩ জন।

Related Articles

Leave a Reply

Back to top button