জাতীয়

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষকরা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে চলছে এ বৈঠক। ইসির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছে ১২ সদস্যের একটি দল। অপরদিকে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে রয়েছেন ৯ সদস্য।
এদিকে গতকাল সোমবার (৯ অক্টোবর) বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল জাতীয় পাটির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলে ছিলেন মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।
গত শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন বিষয়ক এ পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button