আন্তর্জাতিক

চীনের খামার থেকে পালিয়েছে ৭০ কুমির, সতর্কতা জারি

ঘটনাটা ঘটেছে চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, খামারে লেকের পানি ঢুকে যায়। সেই সুযোগে ৭০টিরও বেশি কুমির খামার থেকে পালায়। [ সূত্র : এএফপি, ডয়চে ভেলে ]
মাওমিং শহরের কর্তৃপক্ষ সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে বলেছেন। কুমিরগুলোর খোঁজ চলছে। কিন্তু সেখানে এত বেশি ঝড়-বৃষ্টি হচ্ছে যে ভালো করে খোঁজাও যাচ্ছে না।
চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) জানিয়েছে, কুমিরগুলো এখনও পানির ভিতরেই আছে। তাদের ধরা যায়নি।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কী পরিস্থিতিতে কুমির পালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। কতগুলো কুমির পালিয়েছে, তার ঠিক সংখ্যাও তাদের কাছে নেই।
বেজিং নিউজের রিপোর্ট বলছে, জরুরি পরিষেবা প্রদানকারী বাহিনীকে কুমির ধরার জন্য পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির  ফলে চারপাশ পানিতে ভরে গেছে। তাই কুমিরের খোঁজ করতে গিয়ে তারা অসুবিধেয় পড়েছেন। তারা যন্ত্রচালিত নৌকায় করে খোঁজ করছেন।
চীনে চামড়া ও মাংসের জন্য কুমির-পালন করা হয়। চীনের চিরাচরিত ওষুধ তৈরির কাজেও তা লাগে। ওই খামারে ৬৯টা পূর্ণবয়স্ক ও ছয়টি বাচ্চা কুমির ছিল। এই খামার ছিল লেকের কাছে।
তাছাড়া ওই অঞ্চলে কুমির থিম পার্কও আছে।
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button