খেলা
আজ আফগানদের বিপক্ষে অস্তিত্বের লড়াই টাইগারদের
এশিয়া কাপের মিশনে আজ আফগানিস্তানের সঙ্গে লড়াই করতে মাঠে নামছেন সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায়, আজকের লড়াইটা নিয়ে কিছুটা টেনশনেই আছে টাইগার দল। অন্যদিকে এই মিশনের প্রথমদিন মাঠে নামায় অনেকটা চিন্তা মুক্ত আফগানিস্তান।
রবিবার বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরদিন দীর্ঘ বিমান যাত্রা শেষে লাহোর পৌঁছায় বাংলাদেশ।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ধরনের দল, সেই অনুযায়ী খেলতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল আমাদের সেরা খেলাটা খেলব।’
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের জয়ের পাল্লা ভারি হলেও এশিয়া কাপে এগিয়ে আফগানিস্তান। টি-টোয়েন্টি সংস্করণে এক ম্যাচ খেলে শতভাগ সাফল্য আফগানদের। আর ওয়ানডেতে ৩টি ম্যাচে ২টিতে জিতেছে আফগানরা, একটিতে বাংলাদেশ। সব মিলিয়ে এশিয়া কাপে চার ম্যাচে ৩টিতে আফগানদের জয়।
তাইতো বেশ আত্মবিশ্বাসী আফগান অধিনায়ক হাশমতুল্লাহ, ‘হ্যাঁ, আমি বেশ আশাবাদী। কারণ আমরা আগের থেকে শক্তিশালী ইউনিট। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কিনা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করব।’