আদালত

ড. ইউনূসের পক্ষে নোবেলজয়ীদের বিবৃতি বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ: দুদক আইনজীবী

ফারজানা আফরিন:

ড. ইউনূসের পক্ষে দেয়া ১০০ নোবেলজয়ীর বিবৃতিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশিদ আলম খান। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সুপ্রিমকোর্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিচারাধীন বিষয়ে এ ধরনের বিবৃতি আদালত অবমাননার শামিল। এ সময় তিনি বিবৃতিদাতা নোবেলজয়ীদের আদালতে এসে বিচার পর্যবেক্ষণের আহ্বান জানান।

সোমবার (২৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন ১৬০ জন বিশ্বনেতা। ওই চিঠিতে ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ রাজনীতি, কূটনীতিক, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের অগ্রগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন।

সোমবার রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে ওই খোলা চিঠিটি প্রকাশ করেন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর একদিন পরই ১৬০ বিশ্বনেতা ড. ইউনূস ও আসন্ন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button